থাইরয়েডের সবচেয়ে বেশি ঝুঁকি মহিলাদের মধ্যে দেখা যায়। এমনটাই বলছে পরিসংখ্যান।



এই রোগের দিকে সময় থাকতে মনোযোগ না দিলে গুরুতর রূপ নিতে পারে।



থাইরয়েডের সমস্যা বাড়লে আমাদের চোখই সে-কথা জানান দেয়।



থাইরয়েড গ্রন্থি গলার নিচের অংশে থাকে। এর থেকে হরমোন নিঃসরণ হয়।



এইসব হরমোন প্রভাবিত করে মানুষের ব্লাড প্রেশার, হৃদস্পন্দন, যৌন ইচ্ছাকে।



থাইরয়েড গ্রন্থি থেকে বের হওয়া হরমোন প্রভাব ফেলে পিরিয়ড, গর্ভাবস্থা, মানসিক অবস্থার উপরও।



থাইরয়েডের ফলে অনেক সময় চোখও প্রভাবিত হয়।



থাইরয়েড আই ডিজিজ এক ধরনের অটোইমিউন রোগ, যা চোখের চারপাশের অংশ বা টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে।



এর কারণে চোখ ফুলে যায়, যা দেখে মনে হয় যেন চোখ ঠেলে বেরিয়ে আসছে।



থাইরয়েডের সমস্যায় চোখ লাল এবং ফোলা দেখাতে পারে।



এছাড়া কোনও সময় চোখ কোটরে ঢুকে যায়।