চুল মোছার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যবহার করতে হবে মাইক্রোফাইবার যুক্ত তোয়ালে
এই ধরনের তোয়ালে অনেক বেশি স্মুদ এবং দ্রুত অতিরিক্ত জল শুষে নেয়
বিভিন্ন হেয়ার স্টাইলিং কিটের জন্য চুল শুষ্ক এবং নষ্ট হয়ে যায়
যদি স্টাইলিং কিট ব্যবহার করতেই হয় সেক্ষেত্রে হেয়ার প্রোটেক্ট সিরাম ব্যবহার করতে হবে
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত তেল ব্যবহার করতে হবে
নারকেল, অলিভ বা আমন্ড ওয়েল ব্যবহার করা যায়, শ্যাম্পু করার এক ঘণ্টা আগে মেখে রাখতে হবে
চুল এবং স্ক্যাল্পের ধরন বুঝে ব্যবহার করতে হবে চিরুনি
চুল আঁচড়ানোর আগে ছাড়াতে হবে জট, এতে ডগা কম ফাটবে এবং চুল ঠিক থাকবে
প্রতিদিন শ্যাম্পু ব্যবহারের ফলে স্ক্যাল্পের স্বাভাবিক তেল চলে যায়
চুল খুব বেশি নোংরা হলে, একদিন অন্তর একদিন শ্যাম্পু ব্যবহার করতে হবে
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।