শসার সঙ্গে কি টোম্যাটো খাওয়া উচিত নয় ?

বেশিরভাগ মানুষই স্যালাডে শসা ও টোম্যাটো ব্যবহার করেন

কিন্তু, আপনি কি জানেন যে শসার সঙ্গে টোম্যাটো কেন খাওয়া উচিত নয় ?

শসা ও টোম্যাটো একসঙ্গে খাবেন না

কারণ, এদের হজমের পদ্ধতি আলাদা

কারণ, শসায় জলের পরিমাণ বেশি থাকে এবং ঠান্ডা হয়

অন্যদিকে, টোম্যাটোয় অ্যাসিডিক গুণ বেশি থাকে

তাই, শসা ও টোম্যাটো একসঙ্গে খেলে পেটে বদহজম ও বমিবমিভাবের মতো সমস্যা দেখা দিতে পারে

এর পাশাপাশি শসা ও টোম্যাটোর পৃথক উপাদান বিক্রিয়া করে

যাতে পুষ্টির অভাব হতে পারে