Image Source: Freepik

ওজন কমাতে সাহায্য করে ফাইবারজাতীয় খাবার।

Image Source: Freepik

সুগারের রোগীদের নিয়মিত ফাইবার খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

Image Source: Freepik

এমনকি উচ্চ রক্তচাপ থাকলেও ফাইবারজাতীয় খাবার খেতে পারেন। উপকার পাবেন।

Image Source: Freepik

কিন্তু ফাইবার বেশি খাওয়া ভাল নয়। পরিমিত পরিমাণের থেকে বেশি খেলে নানা সমস্যা হয়।

Image Source: Freepik

ফাইবার হজম হতে সময় লাগে। তাই পেট ফোলাভাব বেড়ে যেতে পারে।

Image Source: Freepik

বেশি ফাইবার খাওয়ার ফলে পেটে ব্যথা হতে পারে।

Image Source: Freepik

কিছুক্ষেত্রে ডায়রিয়া বা পেট খারাপ হতে পারে ফাইবার খেলে।

Image Source: Freepik

রোজ পুরুষদের ৩৫ গ্রামের বেশি ফাইবার না খাওয়া ভাল। ৫০ পেরোলে ৩০ গ্রাম ফাইবার রোজ খান।

Image Source: Freepik

মহিলাদের রোজ ২৫ গ্রাম ফাইবার যথেষ্টা। ৫০ পেরোলে ২০ গ্রাম ফাইবার যথেষ্ট।

Image Source: Freepik

শিশুদের জন্য রোজ ২০-২৫ গ্রাম ফাইবার যথেষ্ট। কিশোরকিশোরীদের ২৫-৩৫ গ্রাম ফাইবার খেতে হবে।