Image Source: Freepik

ওজন কমাতে কিছু শ্বাসের ব্য়ায়াম যথেষ্ট। এর যেকোনও একটি রোজ নিয়ম করে করুন।

Image Source: Freepik

কপালভাতির কথা অনেকেই জানেন। এটি ওজন কমাতে দারুণ উপকারী।

Image Source: Freepik

প্রথমে বাবু হয়ে মেরুদন্ড সোজা করে বসুন।

Image Source: Freepik

এবার ধীরে ধীরে শ্বাস নিন। অনেকটা শ্বাস নিয়ে ধরে রাখুন কয়েক সেকেন্ড।

Image Source: Freepik

এবার খুব দ্রুত শ্বাস ছাড়তে হবে।

Image Source: Freepik

শ্বাস নেওয়ার সময় পেট সাধারণ থাকে। কিন্তু ছাড়ার সময় পেট ভিতরে ঢুকে যায়।

Image Source: Freepik

এই ব্যায়াম অন্তত ৩০ থেকে ৬০ বার করুন রোজ।

Image Source: Freepik

এছাড়াও, নাদি শোধন করতে পারেন।

Image Source: Freepik

অনুলোম বিলোমের মতো এক নাসাছিদ্র বন্ধ রেখে অন্যটি দিয়ে শ্বাস নিতে হবে। ছাড়তে হবে অন্য নাসাছিদ্র দিয়ে।

Image Source: Freepik

এটিও একই ভাবে ৩০ থেকে ৬০ বার করতে হবে।