জলের মধ্যে হলুদ গুঁড়ো, তারপরেই ম্যাজিক ! কেন এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে সকলে ?

Published by: ABP Ananda
Image Source: instagram

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভাইরাল হওয়ার পরে সবাই সেই ট্রেন্ড অনুসরণ করতে শুরু করে।

Image Source: instagram

একইভাবে, ইনস্টাগ্রামে হলুদের একটি ট্রেন্ডও চলছে।

Image Source: instagram

এই ট্রেন্ডে ফোনের ফ্ল্যাশ লাইটের উপর একটা কাচের গ্লাসে জল রেখে তাতে হলুদ মিশিয়ে ভিডিও বানানো হচ্ছে।

Image Source: instagram

বর্তমানে এই ট্রেন্ড সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল।

Image Source: instagram

জানেন কোথায় প্রথম এই জলের মধ্যে হলুদ গুঁড়ো মেশানোর ট্রেন্ড শুরু হয় ?

Image Source: instagram

মনে করা হচ্ছে যে এই প্রবণতা টিকটক থেকে শুরু হয়েছে।

Image Source: instagram

যার পরে, এই ট্রেন্ডটি এখন সারা বিশ্বের সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

Image Source: instagram

ভারতে এই প্রবণতাটি শিশুদের মধ্যে সবথেকে বেশি অনুসরণ করা হচ্ছে।

Image Source: instagram

ছেলেমেয়েরা কাঁচের গ্লাসের সামনে বসে আছে এই জলে হলুদ গুঁড়ো মিশে যাওয়ার ম্যাজিক দেখতে, এমন ভিডিও তৈরি করা হচ্ছে।

Image Source: instagram