ডায়াবেটিসেরও কিছু লক্ষণ সকলের চেনা।



ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আমাদের দেশে বাড়ছে হু হু করে।



ডায়াবেটিসকে অনেকে সায়লেন্ট কিলার বলে থাকেন। এটি ক্রনিক কিন্তু ম্যানেজেবল অসুখ।



ডায়াবেটিসের অনেকগুলি লক্ষণ আছে, যা মানুষ বুঝতেই পারে না ডায়াবেটিসের উপসর্গ বলে।



বারবার মূত্রনালীর সংক্রমণে কাবু হচ্ছেন ? ইস্ট সংক্রমণে আক্রান্ত?



মহিলাদের ক্ষেত্রে এগুলি ডায়াবেটিসেরই লক্ষণ হতে পারে।



সারা গায়ে বারবার চুলকানি হচ্ছে ? হতে পারে আপনার ডায়াবেটিস হয়েছে।



রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার একটি লক্ষণ হল ঘাড়ের চারপাশে ত্বক কালো হয়ে যাওয়া



বিশেষ করে ঘাড়ের ভাঁজগুলিতে কালো বেড়ির মতো দাগ দেখা যায়।



ঝাপসা দেখাও ডায়াবেটিসের কারণে হতে পারে। এছাড়া মুখ থেকে ফলের গন্ধ বের হতে পারে।