কোন ভিটামিনের অভাবে বেশি খিদে লাগে?

Published by: ABP Ananda
Image Source: freepik

ভাবছেন ডায়েট কন্ট্রোল করবেন, পারছেনই না ? খালি খিদে পায়?

Image Source: freepik

কিছু মানুষের যেন পেট ভরতেই চায় না। অনেক সময় বলতেই তাদের লজ্জা লাগে ।

Image Source: freepik

আর ভিটামিন আমাদের শরীরের জন্য খুবই জরুরি। তবে কোনও কোনও সময় ভিটামিনের অভাবে বেশি খিদেও পায়।

Image Source: freepik

এই পরিস্থিতিতে, আসুন জেনে নিই কোন ভিটামিনের অভাবে বেশি খিদে পায়

Image Source: freepik

আসলে ভিটামিন বি১২ এমন একটি ভিটামিন, যার অভাবে আপনার বেশি খিদে পেতে পারে

Image Source: freepik

ভিটামিন বি১২ প্রধানত মাংস, মাছ, ডিম খেলে পাওয়া যায়।

Image Source: freepik

যেসব লোক নন-ভেজ খান না, তাঁদের শরীরে ভিটামিন বি১২-এর অভাব বেশি হতে পারে

Image Source: freepik

ভিটামিন বি 12 এর অভাবে আপনার খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দিতে পারে

Image Source: freepik

নিরামিষভোজী ব্যক্তিরা এই ভিটামিনের অভাব এড়াতে সয়াবিন বা দুগ্ধজাত পণ্য খেতে পারেন

Image Source: freepik

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।