এই ভিটামিন কমে গেলেই বারবার খিদে পায়

Published by: ABP Ananda
Image Source: Freepik

বেশ কিছু মানুষের কিছুক্ষণ পরে পরেই খিদে পায়।

Image Source: Freepik

শরীরে একটি ভিটামিনের ঘাটতির কারণে এমনটা হতে পারে।

Image Source: Freepik

আর এর মধ্যে রয়েছে ভিটামিন বি১২-র নাম।

Image Source: Freepik

এই ভিটামিনের ঘাটতির ফলে বারবার খিদে পেতে থাকে।

Image Source: Freepik

ভিটামিন বি১২ সেরাটোনিন ও নিউরো ট্রান্সমিটার উৎপাদন করে।

Image Source: Freepik

এর দ্বারাই আমাদের শরীরী খিদে নিয়ন্ত্রিত হয়।

Image Source: Freepik

এছাড়া এই ভিটামিন কমে গেলে ক্লান্তি, মাথা ঘোরা দেখা দেয়।

Image Source: Freepik

স্নায়ুতন্ত্রে প্রভাব পড়ে, এতে মানুষের স্মৃতিশক্তিও নষ্ট হতে পারে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik