এই ভিটামিনের অভাবে বারবার হাত ধোওয়ার অভ্যাস গড়ে ওঠে কেউ কেউ বারবার হাত ধুতে থাকেন কিন্তু, জানেন কি কোন ভিটামিনের অভাবে এমনটা করা হয় ? বারবার হাত ধোওয়ার সমস্যা OCD রোগের কারণে হয় এই রোগ ভিটামিন B12-এর অভাবে হয় OCD রোগ, ভিটামিন B12-এর অভাবের শুরুর লক্ষণ ভিটামিন B12-এর অভাবে অন্যান্য সমস্যাও আসতে পারে যেমন- নিউরোসাইকিয়াট্রিক, নিউরোপ্যাথি ও অবসাদের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে চিজ, দুই ও দই খেলে ভিটামিন B12-এর অভাব পূরণ করা যায় ড্রাই ফ্রুট ও ব্রক্কোলি খেলেও উপকার মেলে