গাঁটে গাঁটে বা পেশির ব্যথায় অনেক সময় কমে না কিছুতেই, যা প্রভাব ফেলে দৈনন্দিন জীবনেও

Published by: ABP Ananda

ক্যাস্টর ওয়েল সামান্য গরম করে ব্যথা যেসব জায়গায় রয়েছে সেই সব জায়গায় ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

হালকা হাতে গরম ক্যাস্টর ওয়েল ব্যবহারে রক্ত সঞ্চালনা, পেশির ব্যথা এবং প্রদাহ কমে

Published by: ABP Ananda

একটা কাপড় গরম তেলে ভিজিয়ে ব্যথার উপর দিতে হবে, তাতে চাপা দিতে হবে গরম প্যাড বা গরম জলের বোতল

Published by: ABP Ananda

স্নানের জলে কয়েক ফোঁটা ক্যাস্টর ওয়েল এবং ইপসাম সল্ট দিতে হবে, এতে পেশির ব্যথা কমে

Published by: ABP Ananda

ইউক্যালিপটাস, পুদিনা, অথবা ল্যাভেন্ডারের মতো এসেন্সিয়াল ওয়েলের সঙ্গে ক্যাস্টর ওয়েল মিশিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

ক্যাস্টর ওয়েলের সঙ্গে হলুদের পেস্ট বানিয়ে নিন, ব্য়থার উপর লাগিয়ে রাখুন

Published by: ABP Ananda

সুতির কাপড়ে ক্যাস্টর ওয়েল মিশিয়ে ব্যথার উপর দিন, এরপর একটা প্যাকেট দিয়ে সেই অংশটা বেঁধে আধঘণ্টা রেখে দিন

Published by: ABP Ananda

শরীরচর্চার পর পেশিতে ব্যথা হয়, ক্য়াস্টর ওয়েল মাসাজে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda