ওজন কমানোর ক্ষেত্রে সাহায্য করতে পারে মধ্যবিত্ত বাড়ির রান্নাঘরে থাকা বেশ কিছু মশলা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কোন কোন মশলা খুব সহজেই আপনার ওজন কমাতে সাহায্য করবে, দেখে নিন একনজরে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দারচিনি ওজন কমাতে সাহায্য করে। এর পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে রক্তচাপের মাত্রাও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গরম জলে সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। কিংবা চায়ের সঙ্গেও দারচিনির গুঁড়ো মিশিয়ে খেলেও উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আদার রস ওজন কমানোর পাশাপাশি বদহজমের সমস্যাও কমায়। দূর করে অ্যাসিডিটি এবং গ্যাসের অসুবিধাও।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আদার রস মিশিয়ে চা খেলে উপকার পাবেন। সর্দি-কাশি হলেও এই পানীয় আপনাকে দারুণ আরাম দেবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য সবসময়েই ভাল। সকালে খালি পেটে গরম জলে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে খেলে ওজন কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধে হলুদ মিশিয়েও খেতে পারেন আপনি। এই পানীয় আপনাকে যেকোনও সংক্রমণ থেকে দূরে রাখবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গোলমরিচের সাহায্যেও ওজন কমানো সম্ভব। রান্নায় গোলমরিচের গুঁড়ো দিলে স্বাদও হয় দারুণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সর্দি-কাশির সমস্যাতেও মধু বা চিনির সঙ্গে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খেলে উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels