শরীরে নানা জায়গা আচমকা লাল হয়ে ফুলে যাচ্ছে? মুখ, কপাল, গাল ও নাকের চারপাশে চামড়া কিছুটা ফুলে লাল রঙের র্যাশ বেরোচ্ছে? (ছবি সৌজন্য- পিক্সাবে)
যদি এই ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে হয়তো আক্রান্ত হয়েছেন লুপাস রোগে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে এই জটিল রোগ। (ছবি সৌজন্য-পিক্সাবে)
ক্ষতিগ্রস্ত করে শরীরের অঙ্গপ্রত্যঙ্গকেও। সাধারণত সব বয়সের মানুষের মধ্যে দেখা গেলেও মহিলারা বেশি আক্রান্ত হন। (ছবি সৌজন্য-পিক্সাবে)
লুপাস রোগের পুরো নাম হল সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। ল্যাটিন ভাষায় লুপাস মানে হল নেকড়ে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
নেকড়ের নাকের চারপাশে লালচে হয়ে ফুলে থাকে। এখানে তাই দেখা যায় বলে এই নাম। (ছবি সৌজন্য-পিক্সাবে)
কোষের রাসায়নিক পরিবর্তনের কারণে কারও কোনও অঙ্গে জ্বালাপোড়া থেকে এই রোগ হয়। (ছবি সৌজন্য- পিক্সাবে)
এই রোগেের উপসর্গ বা ক্ষতিগ্রস্ত এলাকাগুলি বাইরে থেকে বোঝা যায় না। (ছবি সৌজন্য- পিক্সাবে)
তবে খুব বেশি চিন্তার কিছু নেই। ওষুধ খেলে উপশম হয় লুপাসের। (ছবি সৌজন্য-পিক্সাবে)
ডিসক্লেমার : এই ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ স্বাস্থ্য সম্পর্কিত কোনো সম্পাদকীয় /সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।