অনেকেরই ঘুমানোর সময় মুখ দিয়ে লালা বের হয়



মুখ দিয়ে লালা বেরনোর প্রক্রিয়াকে বলা হয় Sialorrhea



এই সমস্যা মূলত বাচ্চাদের হয়



কিন্তু, অনেক বড় মানুষেরও লালা পড়ার সমস্যা দেখা দেয়



মুখ থেকে লালা বেরনোর নানা কারণ থাকতে পারে



সাইনাস ইনফেকশন হলে এই সমস্যা দেখা দিতে পারে



পেটে গ্যাস থাকলেও শোওয়াল পর মুখ দিয়ে লালা বের হয়



গলার পিছনে টনসিল গ্রন্থি থাকে



অনেক সময় এই গ্রন্থিতে ব্যথার কারণে মুখ দিয়ে লালা বের হয়



কোন খাবার বা ওষুধ থেকে অ্যালার্জি হলেও লালা বের হয়