উপহারে নতুনত্ব অনেকেই চান। আর সেই কারণেই অনেকে অনেক সময় এমন কিছু জিনিস বেছে ফেলেন, যেগুলো উপহার হিসেবে দেওয়া একেবারেই উচিত নয়।
পছন্দ হবে ভেবে আপনি উপহার দিলেন বটে. তবে অনেক সময়েই অনেক উপহার অন্য অর্থ বহন করে।
এটি কোনও কুসংস্কার নয়, অনেক সময়ে আপনার দেওয়া উপহার আপনার সামনের মানুষককে অস্বস্তিতে ফেলতে পারে।
যেমন উপহার হিসেবে জুতো না দেওয়াই ভাল। জুতো পায়ে পরা হয়।
পছন্দ করে দেওয়া উপহার পায়ে পড়া অনেকই অপমানজনক বলে মনে করেন। তাই জুতো উপহার হিসেবে না দেওয়াই ভাল
বডি কেয়ারের জিনিস দেওয়াটাও অনেকে অপমানজনক বলে মনে করেন। এর অর্থ, আপনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নয়
যদি সম্পর্ক তেমন গভীর না হয়, তাহলে উপহার হিসেবে বডি কেয়ারের জিনিস দেওয়া এড়িয়ে চলুন
কাউকে উপহার হিসেবে ডায়েট বই বা ফিটনেস সম্পর্কিত বই দেওয়াও উচিত না
উদ্দেশ্য ভাল হলেও, আপনি যাকে এই উপহার দিচ্ছেন তার কাছে এটা অসম্মানজনক বলে মনে হতে পারে
ফলে আগামীদিনে উপহার বাছার ক্ষেত্রে মাথায় রাখুন এই বিষয়গুলি।