উপহারে নতুনত্ব অনেকেই চান। আর সেই কারণেই অনেকে অনেক সময় এমন কিছু জিনিস বেছে ফেলেন, যেগুলো উপহার হিসেবে দেওয়া একেবারেই উচিত নয়।

Published by: ABP Ananda
Image Source: pexels

পছন্দ হবে ভেবে আপনি উপহার দিলেন বটে. তবে অনেক সময়েই অনেক উপহার অন্য অর্থ বহন করে।

Image Source: pexels

এটি কোনও কুসংস্কার নয়, অনেক সময়ে আপনার দেওয়া উপহার আপনার সামনের মানুষককে অস্বস্তিতে ফেলতে পারে।

Image Source: pexels

যেমন উপহার হিসেবে জুতো না দেওয়াই ভাল। জুতো পায়ে পরা হয়।

Image Source: pexels

পছন্দ করে দেওয়া উপহার পায়ে পড়া অনেকই অপমানজনক বলে মনে করেন। তাই জুতো উপহার হিসেবে না দেওয়াই ভাল

Image Source: pexels

বডি কেয়ারের জিনিস দেওয়াটাও অনেকে অপমানজনক বলে মনে করেন। এর অর্থ, আপনি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন নয়

Image Source: pexels

যদি সম্পর্ক তেমন গভীর না হয়, তাহলে উপহার হিসেবে বডি কেয়ারের জিনিস দেওয়া এড়িয়ে চলুন

Image Source: pexels

কাউকে উপহার হিসেবে ডায়েট বই বা ফিটনেস সম্পর্কিত বই দেওয়াও উচিত না

Image Source: pexels

উদ্দেশ্য ভাল হলেও, আপনি যাকে এই উপহার দিচ্ছেন তার কাছে এটা অসম্মানজনক বলে মনে হতে পারে

Image Source: pexels

ফলে আগামীদিনে উপহার বাছার ক্ষেত্রে মাথায় রাখুন এই বিষয়গুলি।

Image Source: pexels