কোন বোতলে জল খাওয়া নিরাপদ ? জল কোন বোতলে খাওয়া ভাল, তা নিয়েই নানা প্রশ্ন। কেউ বলেন স্টিলের বোতল, কেউ বলেন কাচের। কোন বোতলে জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে নিরাপদ ? স্টিলের বোতলে জল রাখলে তাতে রাসায়নিক মেশে না কিছু। স্টিলে মরচেও ধরে না, ফলে জল ভাল থাকে। কাচের বোতলেও জল খুব ভাল থাকে। প্লাস্টিকের বোতলে গরম জল খাওয়া উচিত নয়। প্লাস্টিকের বোতল বেশি তাপ পেলেই নষ্ট হতে শুরু করে। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।