অনেক রকম রোগ থেকে দূরে রাখতে পারে লবঙ্গ, কিন্তু বেশে খেলে হতে পারে বিপত্তি!
সারা দিনে অতিরিক্ত লবঙ্গ সেবন করলে পেট গরমের মতো সমস্যা হতে পারে।
লবঙ্গে প্রচুর পরিমাণে 'ইউজেনল' থাকে, এটি অতিরিক্ত খেলে যকৃতের ক্ষতি হতে পারে।
অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে পেট জ্বালা, বমি এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।
লবঙ্গ রক্তে শর্করার পরিমাণ হঠাৎ কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে।
শিশুদের কখনোই কাঁচা লবঙ্গ দেওয়া উচিত নয়। এতে শরীরের ওপর একাধিক নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কারও যদি অ্যালার্জি থাকে, তাহলে অতিরিক্ত লবঙ্গ সেবনে ত্বকে চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া ও ফোলাভাবের মতো সমস্যা হতে পারে।
লবঙ্গ রক্তকে পাতলা করে। ফলে শরীরের কোথাও যদি ক্ষত থাকে তাহলে রক্তক্ষরণের প্রবণতা বাড়তে পারে।
যদি শল্য চিকিৎসার পরিকল্পনা থাকে, তাহলে নির্দিষ্ট দিনের অন্তত ২ সপ্তাহ আগে থেকে লবঙ্গ খাওয়া বন্ধ করতে হবে।
দিনে ১ থেকে ২টির বেশি লবঙ্গ কখনোই খাওয়া উচিত নয়।