অনেক রকম রোগ থেকে দূরে রাখতে পারে লবঙ্গ, কিন্তু বেশে খেলে হতে পারে বিপত্তি!

Published by: ABP Ananda

সারা দিনে অতিরিক্ত লবঙ্গ সেবন করলে পেট গরমের মতো সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda

লবঙ্গে প্রচুর পরিমাণে 'ইউজেনল' থাকে, এটি অতিরিক্ত খেলে যকৃতের ক্ষতি হতে পারে।

Published by: ABP Ananda

অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে পেট জ্বালা, বমি এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda

লবঙ্গ রক্তে শর্করার পরিমাণ হঠাৎ কমিয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি সমস্যার কারণ হতে পারে।

Published by: ABP Ananda

শিশুদের কখনোই কাঁচা লবঙ্গ দেওয়া উচিত নয়। এতে শরীরের ওপর একাধিক নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Published by: ABP Ananda

কারও যদি অ্যালার্জি থাকে, তাহলে অতিরিক্ত লবঙ্গ সেবনে ত্বকে চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া ও ফোলাভাবের মতো সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda

লবঙ্গ রক্তকে পাতলা করে। ফলে শরীরের কোথাও যদি ক্ষত থাকে তাহলে রক্তক্ষরণের প্রবণতা বাড়তে পারে।

Published by: ABP Ananda

যদি শল্য চিকিৎসার পরিকল্পনা থাকে, তাহলে নির্দিষ্ট দিনের অন্তত ২ সপ্তাহ আগে থেকে লবঙ্গ খাওয়া বন্ধ করতে হবে।

Published by: ABP Ananda

দিনে ১ থেকে ২টির বেশি লবঙ্গ কখনোই খাওয়া উচিত নয়।

Published by: ABP Ananda