অনেকের ক্ষেত্রেই দেখা যায় রাতে কিছুতেই ঠিকভাবে ঘুমোতে পারছেন না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আর রাতে ঠিকভাবে ঘুম না হওয়ার ফলে সারাদিন হয়তো আপনি ঝিমাচ্ছেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অল্প পরিশ্রমের ক্লান্ত হয়ে যাচ্ছেন। কাজে দেখা দিচ্ছে অনীহা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের শরীরে একটি ভিটামিনের ঘাটতি বা অভাব দেখা দিলে এইসব সমস্যা লক্ষ্য করা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক কোন ভিটামিনের অভাবে রাতে ঠিকভাবে ঘুম হয় না আর দিনে ঝিমানি আসে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মূলত ভিটামিন ডি- এর ঘাটতি শরীরে থাকলে উল্লিখিত লক্ষণগুলি দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন ডি আসলে মেলাটোনিন হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর এই মেলাটোনিন নিয়ন্ত্রণ করে আমাদের ঘুমের যাবতীয় বিষয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতএব শরীরে ভিটামিন ডি- এর ঘাটতি থাকলে মেলাটোনিন সঠিক মাত্রায় ক্ষরণ হয় না। ফলে ব্যাঘাত ঘটে ঘুমের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ভিটামিন ডি- এর ঘাটতি হলে রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে। খুব কম সময় গাঢ় ঘুম হয়। ঘুম আসতেই চায় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

উল্লিখিত উপসর্গগুলি অনেকদিন ধরে দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করা যাবে না একেবারেই।

Published by: ABP Ananda
Image Source: Pexels