অন্যদের থেকে বেশিমাত্রায় গরম লাগে ? দরদর করে ঘাম হয় ? জানুন এর কারণ

Image Source: Freepik

এই তীব্র গরমে ফ্যানের নিচে বসে থেকেও ঘেমে-নেয়ে একসা হচ্ছেন ?



আপনারও কি অন্যদের তুলনায় বেশিমাত্রায় গরম লাগে ? জানুন এর কারণ।



অফিসে অন্যরা যখন এসিতে ঠান্ডায় কাঁপছেন, আপনার তখনও গরম লাগছে !



যাদের দ্রুত মেটাবলিজম হার, তাদের শরীরে দ্রুত এবং নিয়মিত শক্তি উৎপাদন হয়ে চলেছে।



এই সমস্ত ব্যক্তিদের অত্যধিক গরম লাগে। আবার থাইরয়েডের কারণে অত্যধিক গরম লাগে।



শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে এই ঘটনা ঘটতে পারে।



অতিরিক্ত ফ্যাট জমে গেলে তার কারণেও অত্যধিক গরম অনুভূত হয়।



কিছু কিছু ব্যক্তির শরীরের প্রকৃতিই উষ্ণ হয়, তাদের মশলাদার খাবার খাওয়া, জল কম খাওয়ার জন্য গরম লাগে বেশি।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।