পাশে কাউকে হাই তুলতে দেখে কেন হাই ওঠে?

Published by: ABP Ananda
Image Source: pexels

পাশে কেউ হাই তুলছে দেখামাত্রই আমাদেরও হাই উঠতে শুরু, কমবেশি এমন ঘটনা সবাই সম্মুখীন হয়েছেন।

Image Source: pexels

হাই তোলা একটি সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া, যা যে কারও হতে পারে।

Image Source: pexels

এই পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে কাউকে দেখলে কেন হাই ওঠে।

Image Source: pexels

এটি একটি বিশেষ কারণে ঘটে, যাকে বিজ্ঞানীরা মিরর নিউরন বলে থাকেন।

Image Source: pexels

এই নিউরনগুলি আমাদের মস্তিষ্কে থাকে, যা অন্যদের কার্যকলাপ নকল করতে সাহায্য করে।

Image Source: pexels

যদি কেউ হাই তোলে, তবে নিউরন সিস্টেম সক্রিয় হয় এবং মস্তিষ্ক সেটা দেখে নিজেও তেমন করতে শুরু করে।

Image Source: pexels

ইহাকে সংক্রামক হাইও বলা হয়, অর্থাৎ ইহা একজনের থেকে আরেকজনে ছড়ায়।

Image Source: pexels

গবেষণায় দেখা গেছে যে প্রায় অর্ধেক মানুষ অন্যদের দেখে হাই তুলতে শুরু করে।

Image Source: pexels

হাই তোলার একটি কারণ হল আমাদের মস্তিষ্ককে গরম হওয়া থেকে বিরত রাখা।

Image Source: pexels

যখন আমরা বেশি চিন্তা করি বা কাজ করি, তখন মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য হাই ওঠে।

Image Source: pexels