ত্বক খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে গেলে নাকের চারপাশের অংশের ত্বক ফেটে যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

একইভাবে ঠোঁটের চারপাশের অংশের ত্বকেও টান ধরতে পারে, ফেটে যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নাকের চারপাশ এবং ঠোঁটের আশপাশের ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে গেলে সেই সমস্যা এড়াতে কী কী করবেন?

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত নাক এবং ঠোঁটের চারপাশের ত্বকে পুরু করে ক্রিম ম্যাসাজ করুন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রাথমিক ভাবে ক্রিম এবং ময়শ্চারাইজার ম্যাসাজ করলে নাক ও ঠোঁটের চারপাশের ত্বক মোলায়েম, আর্দ্র থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে স্ক্রাব করার সময় নাক এবং ঠোঁটের চারপাশের ত্বকে ভালভাবে স্ক্রাবিং করা দরকার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

স্ক্রাব করলে ডেড স্কিন সেল ঝরে যাবে। ত্বক থাকবে মোলায়েম। তবে স্ক্রাবিংয়ের পর ক্রিম ম্যাসাজ করতেই হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নাকের চারপাশের অংশে মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্ক ত্বক হাইড্রেটেড রাখবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে বিশেষ করে নাক ও ঠোঁটের আশপাশের অংশে ফেস মাস্ক ব্যবহার করলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসও দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নাকের চারপাশ আর ঠোঁটের আশপাশে ত্বকের ফেটে যাওয়া রুখতে জল খেতে হবে সঠিক পরিমাণে।

Published by: ABP Ananda
Image Source: Pexels