অত্যধিক কাজের চাপ ? স্ট্রেস কমাবেন কীভাবে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

কাজের জায়গায় নানারকম সমস্যা থাকে চাকরিজীবীদের।

Image Source: Freepik

কাজের চাপ এবং নানাবিধ টার্গেটের স্ট্রেসের কারণে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে।

Image Source: Freepik

কীভাবে কাজ সামলেও নিজেকে চিন্তামুক্ত রাখবেন জানেন ?

Image Source: Freepik

নিখুঁত কাজের অভ্যাস ত্যাগ করে, স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে।

Image Source: Freepik

এতে মনের ভিতর থেকে স্ট্রেস কমবে নিমেষে।

Image Source: Freepik

কাজের পরিবেশে গসিপ থেকে বিরত থাকা দরকার।

Image Source: Freepik

দায়িত্ববান সহকর্মী, পরিবার, বন্ধুমহল থাকলে স্ট্রেস থাকে না।

Image Source: Freepik

শক্তপোক্ত সাপোর্ট নেটওয়ার্ক থাকলে সহজেই চিন্তামুক্ত হওয়া যায়।

Image Source: Freepik

নেতিবাচক চিন্তা এলে তা পুনর্মূল্যায়ন করতে হবে।

Image Source: Freepik