সবচেয়ে দামি

বিশ্বের সবচেয়ে দামি গাড়ি, আছে মাত্র ৩ জনের কাছে!

রোলস রয়েস-এর গাড়ি সারা বিশ্বে পছন্দ করা হয়

কোম্পানির বোট টেল কার বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে অন্যতম

বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো কোন ৩ জনের কাছে আছে?

রোলস রয়েসের এই গাড়ির দাম আকাশছোঁয়া, এটির দাম ২৩৩ কোটি টাকা

রোলস রয়েস বোট টেল একটি ফোর সিটার সুপারলাক্সারি কনভার্টিবল গাড়ি

এর বিশেষত্ব হল, এই গাড়ির এখনও পর্যন্ত মাত্র তিনটি ইউনিটই তৈরি করা হয়েছে

এই তিনটি গাড়ির মধ্যে একটির মালিক হলেন বিলিয়নেয়ার র‍্যাপার জে-জেড এবং তাঁর স্ত্রী বিয়ন্সে

দ্বিতীয় ইউনিটটি আর্জেন্তিনার ফুটবলার মাউরো ইকার্দি এবং তৃতীয়টি পার্ল ইন্ডাস্ট্রির মালিকের কাছে আছে

গ্রাহকদের চাহিদা অনুযায়ী তিনটি ইউনিটকে বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে