প্রচুর পয়সা খরচ হয়ে যাচ্ছে আপনার? কীভাবে সঞ্চয়ের অভ্যেস গড়ে তুলবেন?

যে কোনও বিল মেটানোর আগে কিছু পরিমাণ টাকা আলাদা করে রাখুন

প্রয়োজনে পিগি ব্যাঙ্কে টাকা জমানো শুরু করুন

বেতন পাওয়ার পরই কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখুন, যেখানে হাতই দেবেন না একদম

ছোট ছোট SIP করুণ, তাতে কিন্তু আপনার পক্ষে ভবিষ্যতের জন্য অনেকটা টাকা জমবে

প্রতি মাসে টাকা জমানো শুরু করুন, কোনও মাসে কোনও কারণেই তা বন্ধ করবেন না

নিজের বিলাসিতা কমান, খরচা দেখবেন কমে যাবে

বাড়িতে ছোট কেউ থাকলে তাকেও অর্থের প্রয়োজনীয়তা বোঝানো শুরু করুন

নিজের প্রতিদিনের খরচা পারলে একটা খাতায় লিখে রাখুন