বিভিন্ন কারণে আমাদের ঠোঁটের আসল রং নষ্ট হয়ে যায়।



অত্যধিক সূর্যের রশ্মির প্রভাব পড়ে আমাদের ঠোঁটে।



এছাড়াও মারাত্মক পরিমাণে ধূমপান করলেও তার ক্ষতিকর প্রভাব পড়ে ঠোঁটে



কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ঠোঁট কালো হয়।



অ্যানিমিয়া এবং ভিটামিনের অভাবের জন্য ঠোঁট টুকটুকে ভাব হারায়।



অ্যালার্জির জন্যও ঠোঁট কালো হতে পারে।



ঠোঁটের কালো দাগ দূর করতে প্রত্যেকদিন ঠোঁটে কিছুক্ষণ মধু লাগিয়ে রাখুন।



ঠোঁটের কালো ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে লাগান।



প্রত্যেকদিন দুধ বা টক দই তুলোয় করে ঠোঁটে লাগান।



ঠোঁটে আমন্ডের তেল দিয়ে ম্যাসাজ করতে পারেন।