আম খেতে সকলেই ভালবাসি আর এখন তো 'ফলের রাজা'ই সময় আমরা সকলেই আম খেয়ে আঁটি ফেলে দেই কিন্তু আঁটিও যে স্বাস্থ্যগুণে ভরপুর তা অজানা খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে, আমের আঁটির গুঁড়ো! শুষ্ক ও রুক্ষ ত্বকের পরিচর্যায় এর ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি না পিঁপড়ে, মৌমাছি কামড়ালে সেখানে আঁটির গুঁড়ো দিয়ে দিন ব্যথা কমবে অনেকটাই এছাড়াও উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আমের আঁটির গুঁড়ো ভাল কাজ করে তাই অবাক লাগলেও এই টোটকা বেশ কাজের আম খেয়ে তাই আঁটি ফেলবেন না ভুলেও!