আজ ভারতীয় শেয়ার বাজারে দর্শনীয় উত্থান দেখা গেছে। রেজিস্ট্যান্স ভেঙে উঠে গিয়েছিল নিফটি।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কেনাকাটার কারণে সেনসেক্স আবার ৬০ হাজার ছাড়িয়েছে।

বুধবার লেনদেন শেষে, মুম্বাই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স 417 পয়েন্ট বেড়ে 60,260 -তে বন্ধ হয়েছে।

পাশাপাশি নিফটি এদিন 119 পয়েন্ট বেড়ে 17,944 পয়েন্টে বন্ধ হয়েছে।

এদিন আইটি, ফার্মা, এফএমসিজি, অটো, এনার্জি, মেটাল, কনজিউমার ডিউরেবলস, অয়েল অ্যান্ড গ্যাসের মতো খাত ছাড়াও ব্যাঙ্কিং ও মিডিয়া সেক্টরেও কেনাকাটা হয়েছে।

নিফটির 50টি শেয়ারের মধ্যে ৩৪টি স্টক সবুজে ও ১৬ টি শেয়ার লালে বন্ধ হয়েছে।

আজ বাজারের ৫ হিরো বাজাজ ফিনসার্ভ 5.59 শতাংশ, হিরো মোটোকর্প 3.20 শতাংশ, বাজাজ ফিন্যান্স 3.07 শতাংশ, এইচডিএফসি লাইফ 3.43 শতাংশ, ভারতী এয়ারটেল 2.77 শতাংশ বেড়েছে

সকাল থেকে এই স্টকগুলিতে বুলদের প্রভাব ছিল বেশি। তবে দুপুরের দিকে কিছুটা থিতিয়ে পড়ে স্টকগুলি।

আজ পড়েছে এই স্টকগুলি মহিন্দ্রা -1.04 শতাংশ, অ্যাপোলো হাসপাতাল -1.09 শতাংশ, টাটা মোটরস -1.06 শতাংশ, সিপলা -0.73 শতাংশ, ও মারুতি সুজুকি -1.04 শতাংশ পড়েছে।

তবে বাজার বিশেষজ্ঞদের ধারণা, শীঘ্রই বাজারে বুল রান দেখা যাবে। এই স্টকগুলি নিফটি ফিফটির তুলনামূলক আলোচনা থেকে দেওয়া হয়েছে।