উচ্চ রক্তচাপ, মধুমেহ ছাড়াও ৮৪টি অত্যাবশ্যক ওষুধের পাইকারি দাম বেঁধে দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)।
ফলে কোনও কোম্পানি গাইডলাইনের বাইরে দাম নিলে কড়া ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।
ওষুধের দামের ফিক্সড প্রাইস নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)।
এখানেই শেষ নয়, যত টাকা ওষুধে অতিরিক্ত নেওয়া হবে তার সঙ্গে জরিমানা বাবদ সুদও নেওয়া হবে অভিযুক্ত কোম্পানির থেকে
যে ওষুধের ফর্মুলেশনগুলির দাম নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলির নাম।
সিপলা ও পিওর অ্যান্ড কেয়ার হেলথকেয়ারের এই দুই মেডিসিনের দাম প্রতি ট্যাবলেট পিছু ১৩.৮৭ টাকা করা হয়েছে। এই ওষুধ দু'টি হৃদরোগ ও ডায়াবেটিসে কাজে লাগে।
একইভাবে, প্যারাসিটামল ও ক্যাফেইনের দাম প্রতি ট্যাবলেটে ২.৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।