Image Source: Freepik

কোলেস্টেরল থেকে দূরে থাকতে কোন তেল খাওয়া উচিত ?

Image Source: Freepik

হৃদযন্ত্রের সমস্যা যে হারে বাড়ছে, সেখানে তেল নিয়ে একটু সচেতনতা দরকার।

Image Source: Freepik

অনেকে বলেন, সর্ষের তেলের থেকে সাদা তেল বেশি স্বাস্থ্যকর।

Image Source: Freepik

কিন্তু অনেক চিকিৎসকই সাদা তেলের থেকে সর্ষের তেলকেই এগিয়ে রাখেন।

Image Source: Freepik

সর্ষের তেলে রয়েছে ওমেগা থ্রি, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড।

Image Source: Freepik

এটি অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর যা বাজে কোলেস্টেরলকে কমায়।

Image Source: Freepik

সর্ষের তেলে আবার থাকে গ্লুকোসিনোলেট যা অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান।

Image Source: Freepik

অন্যদিকে সাদা তেলের শেলফ লাইফ বাড়াতে এর হাইড্রোজেনেশন করা হয়।

Image Source: Freepik

এর ফলে তেলে যুক্ত হয় অতিরিক্ত ট্রান্স ফ্যাট যা ক্ষতিকর।

ফলে সাদা তেলের থেকে সর্ষের তেলকেই এগিয়ে রাখেন অনেকে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।