প্লাস্টিক কাপে চা খেলে শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করে।



এই প্লাস্টিক শরীরের পক্ষে ক্ষতিকর বলে জানা গিয়েছে একাধিক গবেষণায়।



মুখ ও গলার ক্যানসারও ঘটাতে পারে এই মাইক্রোপ্লাস্টিক।



এছাড়াও, প্লাস্টিক কাপে প্যালাডিয়াম, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ধাতু থাকে।



অন্যদিকে মাটির ভাঁড়ে কিছু খেলে তা হজমে সাহায্য করে।



মেটাবলিজম অনেকেরই ধীরগতির। এর ফলে বিভিন্ন ক্রনিক রোগ হয়।



মেটাবলিজম উন্নত করতে সাহায্য করে মাটির ভাঁড়।



অন্যদিকে মাটির ভাঁড়ের নিজস্ব কিছু উপাদান রয়েছে। আয়রন, সালফারের মতো উপাদান থাকে এতে।



এগুলি কিছুটা হলেও চায়ের গুণ বাড়িয়ে দেয়।



তাই প্লাস্টিক কাপের বদলে মাটির ভাঁড়েই চা খাওয়া ভাল।