Image Source: Pixabay

শরীরচর্চার জন্য সাঁতার খুব উপকারী। বিশেষ করে গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে সাঁতার।

Image Source: Pixabay

কিন্তু ইদানিং শহর এলাকায় পুকুর কম, ফলে ভরসা সুইমিং পুল।

Image Source: Pixabay

পুলের জল নিরাপদ রাখতে ক্লোরাইন ব্য়বহৃত হয়, তা ত্বকের জন্য ভাল নয়। ফলে সাঁতারের আগে খেয়াল রাখতে হবে ত্বকের।

Image Source: Pixabay

পুলে নামার আগে ভাল করে ময়েশ্চারাইজার লাগাতে হবে।

Image Source: Pixabay

খুব ভাল মানের সানস্ক্রিন প্রয়োজন। নয়তো ক্লোরিনের জল ও রোদের কারণে সানবার্ন হতে পারে।

Image Source: Pixabay

সুইমিং পুলে নামার আগে একবার শাওয়ারের জল গা ভিজিয়ে নেওয়া প্রয়োজন।

Image Source: Pixabay

সাঁতার কেটে ওঠার পরেও চটজলদি স্নান করা দরকার। তাহলে ত্বকে থাকা ক্লোরিন ধুয়ে যায়।

Image Source: Pixabay

সুইমিং পুলের জলে নেমে ত্বকে কোনওরকম অস্বস্তি হলে, তৎক্ষণাৎ উঠে আসতে হবে।

Image Source: Pixabay

অনেকের অ্য়ালার্জিজনিত সমস্যা থাকে। সেক্ষেত্রে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন।