দাঁত দিয়ে নখ কাটা আদৌ খারাপ না ভাল?



দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকেরই। এতে একাধিক ক্ষতি হতে পারে।



এতে নখের চারপাশের কলাকোশ নষ্ট হয়ে যায়।



নখের ময়লা থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।



দাঁত দিয়ে নখ কাটার জন্য দাঁতেরও ক্ষতি হতে পারে।



দাঁতের মাড়ির ক্ষতি হতে পারে।



দাঁত দিয়ে ঘন ঘন নখ কাটলে নখ দ্রুত বাড়তে থাকে।



বেশিরভাগ সময় দুশ্চিন্তার কারণে নখ কাটার কুঅভ্যাস তৈরি হয়।



নখ কাটার অভ্যাস সাধারণত ছোট বয়স থেকে তৈরি হয়।



ছোট বয়সে এই অভ্যাস বন্ধ করা গেলে আর সমস্যা হয় না।