কোনও দেশের উন্নতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল প্রযুক্তি ও পরিকাঠামো।

প্রযুক্তির উপর নির্ভর করে কোনও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্য এবং স্বনির্ভরতা।

ভারতে প্রতিবছর ১১ মে পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস।

১৯৯৮ সালে এই দিনটিতেই পোখরানে পরমাণু বোমার দ্বিতীয় পরীক্ষা করেছিল ভারত। নাম ছিল অপারেশন শক্তি।

এই দিনটিতেই ভারতে তৈরি প্রথম বিমান Hansa-3-এর প্রথম উড়ান হয়।

আবার ওই দিনেই ভারতে তৈরি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ত্রিশূল উৎক্ষেপণ করা হয়।

এই কারণেই প্রতিবছর এই দিনটিতেই জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়।

১৯৯৯ সাল থেকে টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ডের তরফে এই দিনটিকে পালন করা হয়।

ভারতে প্রযুক্তির গবেষণা, দেশীয় প্রযুক্তির বিকাশকে উৎসাহ দিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

এই বছর থিম ' Integrated Approach in science and technology for a sustainable future'।