ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ নিমপাতা। এইসব উপাদান চুলের বৃদ্ধি-সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর।
জলে নিমপাতা ফুটিয়ে নিন। তারপর সেই মিশ্রণ শ্যাম্পুর আগে চুল ধোওয়ার জন্য ব্যবহার করুন।
আধুনিক যুগে অতিরিক্ত পরিবেশ দূষণের কারণে চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। যা রোধ করতে পারে নিমপাতা। এর পাশাপাশি চুলের গোড়া মজবুত করে।
নিম তেল, গুঁড়ো বা নিম-রস ব্যবহার করা যেতে পারে চুলে।
নিমগুঁড়ো ও নারকেল তেলের তৈরি হেয়ার মাস্ক প্রয়োগ করুন চুলে। তাতে চুল পড়া আটকানো যাবে।