নিমের উপকারিতা শুধু ত্বক-ই নয়, চুলের একাধিক সমস্যার নিরসনও হয় নিম ব্যবহারে।

কী রয়েছে নিমে ?

ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ নিমপাতা। এইসব উপাদান চুলের বৃদ্ধি-সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর।

খুশকির সমস্যা দূর করে নিমপাতায় রয়েছে ছত্রাক ও ব্যাক্টেরিয়ার মোকাবিলা করার মতো উপাদান। যা খুশকির সমস্যা দূরীকরণে সাহায্য করে।

কীভাবে ব্যবহার করবেন ?

জলে নিমপাতা ফুটিয়ে নিন। তারপর সেই মিশ্রণ শ্যাম্পুর আগে চুল ধোওয়ার জন্য ব্যবহার করুন।

পরবর্তী পদক্ষেপ ? এরপর অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে দুবার এই পদ্ধতি মেনে চলুন।

চুলের বৃদ্ধিতে নিমের ভূমিকা

আধুনিক যুগে অতিরিক্ত পরিবেশ দূষণের কারণে চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। যা রোধ করতে পারে নিমপাতা। এর পাশাপাশি চুলের গোড়া মজবুত করে।

চুল ধূসর হয়ে যাচ্ছে ? যদি চুল ধূসর হয়ে যায়, সাহায্যে আসতে পারে নিমপাতা। নিমপাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুলের ধূসর রং প্রতিরোধ করে।

কীভাবে ব্যবহার করবেন নিমপাতা ?

নিম তেল, গুঁড়ো বা নিম-রস ব্যবহার করা যেতে পারে চুলে।

চুলপড়া ঠেকায়

নিমগুঁড়ো ও নারকেল তেলের তৈরি হেয়ার মাস্ক প্রয়োগ করুন চুলে। তাতে চুল পড়া আটকানো যাবে।

আর কীভাবে ব্যবহার করবেন ? আধ কাপ টক দইয়ের সঙ্গে নিমগুঁড়ো মিশিয়ে তা চুলে প্রয়োগ করুন। ২০ মিনিট পর তা ধুয়ে ফেলুন। তারপর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।