চুল পড়ার সমস্যায় জেরবার? এবার ঘরোয়া উপায়ে মিলতে পারে মুক্তি।

বাড়ির আশেপাশেই নিম গাছ পাওয়া যায়। কেনা যায় বাজার থেকেও। চুল পড়া রোধের হাতিয়ার হতে পারে এই নিম।

সকালে খালি পেটে নিম পাতা ধুয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। অথবা নিম পাতা ভেজানো জলও পান করা যায়।

নিম পাতার সঙ্গে নারকেল তেল ফুটিয়ে ঠান্ডা করে মাখা যায় স্ক্যাল্পে। ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

নিম পাতা পেস্ট করে তাতে টক দই মিশিয়ে, স্ক্যাল্পে লাগানো যায়। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

নিম পাতা হেয়ার মাস্ক হিসেবেও কাজ করে। দূর হতে পারে খুসকিও। নিম পাতা পেস্ট করে স্ক্যাল্পে মিনিট ২০ রেখে শ্যাম্পু করে ফেলুন।

চুল মসৃণ এবং উজ্জ্বল করতেও সাহায্য করে নিম। শ্যাম্পুর পর কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়।

একটা বাটিতে বেশ কয়েকটি নিম পাতা নিয়ে ফুটিয়ে, সেই জল ঠান্ডা করতে হবে। শ্যাম্পু করার পর ওই জল দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।

নিম আছে এমন শ্যাম্পু ব্যবহার করলে খুসকি দূর হয়। সপ্তাহে ২ থেকে ৩ বার এই শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে।