একগুচ্ছ অ্যান্ড্রয়েড ফোনে আর সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ সার্ভিস।

একগুচ্ছ অ্যান্ড্রয়েড ফোনে আর সাপোর্ট করবে না হোয়াটসঅ্যাপ সার্ভিস।

ABP Ananda
আগামী ২৪ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে বলে জানা গিয়েছে।

আগামী ২৪ অক্টোবর থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে বলে জানা গিয়েছে।

ABP Ananda
এবার দেখে নেওয়া যাক কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ সার্ভিস বন্ধ হতে চলেছে।

এবার দেখে নেওয়া যাক কোন কোন অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ সার্ভিস বন্ধ হতে চলেছে।

ABP Ananda
অ্যান্ড্রয়েড ৪.১ বা তার থেকে পুরনো ভার্সানের অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।

অ্যান্ড্রয়েড ৪.১ বা তার থেকে পুরনো ভার্সানের অ্যান্ড্রয়েড ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।

ABP Ananda

অর্থাৎ পুরনো অ্যান্ড্রয়েড ভার্সানের ফোনের উপরেই পড়তে চলেছে কোপ।

ABP Ananda

আইফোনের ক্ষেত্রে আইওএস ১২ বা তার পরের লেটেস্ট আইওএস ভার্সান থাকা প্রয়োজন। তাহলেই চালু থাকবে হোয়াটসঅ্যাপ।

ABP Ananda

অ্যান্ড্রয়েড ৪.১ বা তার আগের অ্যান্ড্রয়েড ভার্সান মূলত দেখা যাবে সোনি এরিকসন, এলজি অপটিমাস এবং এইচটিসি ফোনের ক্ষেত্রে।

ABP Ananda

জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২, সোনি এক্সপেরিয়া জেড, মোটরোলা Xoom ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে।

ABP Ananda

এছাড়াও হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে এইচটিসি ডিজায়ার এইচডি, এলজি অপটিমাস ২এক্স, এইচটিসি সেনসেশন ফোনে।

ABP Ananda

এর পাশাপাশি তালিকায় রয়েছে নেক্সাস ৭, এইচটিসি ওয়ান, সোনি এরিকসন এক্সপেরিয়া Arc3-এই ফোনগুলিও।

ABP Ananda