মারুতির সঙ্গে গাঁটছড়া বেঁধে এই সাব কমপ্যাক্ট এসইউভি তৈরি করেছে টয়োটা। দেশের বাজারে হাইরাইডার ৪মিটারের বেশি দৈর্ঘ্যের গাড়ি।
মারুতির সঙ্গে জোট বাঁধলেও একেবারে কোম্পানির নিজস্ব নকশার আদল বজায় রেখেছে টয়োটা। কোম্পানির কর্ণাটকের কারখানায় তৈরি হবে এই গাড়ি।
সামনে পুরো এলইডি হেডল্যাম্প সহ কালো গ্রিল দেওয়া হয়েছে। পাতলা ডিআরএলের সঙ্গে এসইউভিতে দেওয়া হয়েছে একটি আক্রমনাত্মক নকশা।
দেশের বাজারে প্রথম পুরোপুরি হাইব্রিড এসইউভি বলা চলে হাইরাইডারকে। দেশের বাজারে প্রথম পুরোপুরি হাইব্রিড এসইউভি বলা চলে হাইরাইডারকে।
দেশের বাজারে প্রথম পুরোপুরি হাইব্রিড এসইউভি বলা চলে হাইরাইডারকে। উৎসবের মরশুমে বিক্রি শুরু হবে দেশে৷
এই এসইউভিতে একটি ফ্লোটিং রুফ ও ক্রোম লাইন-সহ পাতলা এলইডি হেডল্যাম্প রয়েছে। যা ডুয়াল টোন রঙে পাওয়া যাবে।
এসইউভিতে ১৭ ইঞ্চির চাকা থাকবে।ভিতরে ড্যাশবোর্ডে সিলভার ফিনিশের মতো একটি ফরচুনার লুক দেখতে পাবেন।
দেশের বাজারে হুন্ডাই ক্রেটা কিয়া সেলটসের সঙ্গে প্রতিযোগিতা হবে গাড়ির।