এক দশকেরও বেশি সময় পর কলকাতায় এলেন সলমন খান। ১৩ মে, ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠান হওয়ার কথা আগেই জানিয়েছিলেন।

এদিন শহরে পৌঁছে ভাইজান আগে গেলেন কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্যামেরায় পোজ দিয়ে নিয়ে যান বাড়ির অন্দরে। সূত্রের খবর, ফিশফ্রাই, মিষ্টি খাইয়ে অতিথি আপ্যায়ণ সারেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা কথা হয় ২ জনের মধ্যে।

উল্লেখ্য বিষয়, আগামী কলকাতা চলচ্চিত্র উৎসবে সলমন খানকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়াও। আসবেন, বলে কথা দিয়েছেন সলমন খান।

সাক্ষাতের পর বেরিয়ে যান সলমন খান। কোনও বক্তব্য রাখেননি অভিনেতা। অনুষ্ঠানের উদ্দেশে রওনা দিতে দেখা যায় তাঁকে।

সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, 'সকল সাংবাদিক বন্ধুরা আজ আমার বাড়িতে এসেছেন, বিশেষ করে সলমন খানের জন্য।'

'সলমন খান এসেছিলেন এবং ওঁদের ধন্যবাদ। আমি ওঁর নিরাপত্তা নিয়ে সত্যিই যথেষ্ট চিন্তিত। তাই ওঁকে নিজের খেয়াল রাখতে বলেছি।'

এই সাক্ষাতের আগে জানা গিয়েছিল ঘনিষ্ঠ মহলে অভিনেতা নাকি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তিনি আগে অনেকবার শুনেছেন।