গরমকালকে করে তুলুন আরও মজাদার, বাড়িতে বানিয়ে ফেলুন কোল্ড কোকোয়া ড্রিঙ্ক দুধের সঙ্গে কোকোয়া পাউডার, কাস্টার্ড পাউডার, কর্ন স্টার্ক, চিনি মিশিয়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন পছন্দের লস্যিকেই করে তুলুন আরও উপাদেয়, সঙ্গে মিশিয়ে দিন চকোলেট যেভাবে দই দিয়ে লস্যি তৈরি করেন, তার সঙ্গে শুধু চকোলেট গুঁড়ো বা কোকোয়া পাউডার মিশিয়ে দিন বানিয়ে ফেলুন ফ্রজেন চকোলেট ফ্র্যাপুচিনো, তৈরি করা যাবে কয়েক মিনিটেই চকোলেট আর ক্রিমের মিশ্রনে তৈরি ফ্রজেন চকোলেট ফ্র্যাপুচিনো পছন্দ করে বাচ্চা থেকে বড় চকোলেটের সঙ্গে বাদাম মিশিয়ে তৈরি করে ফেলুন চকোলেট হ্যাজেলনাট মিল্কশেক কোকোয়া পাউডার, বাদাম বাটা, ক্রিম, অল্প দুধ, বরফের টুকরো মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে পরিবেশন করুন মাত্র পাঁচ মিনিটেই তৈরি করা যায়, বানিয়ে ফেলুন ভ্যানিলা কফি চকোলেট শেক প্রথমে কোল্ড কফি তৈরি করুন, তাতে কোকোয়া পাউডার মিশিয়ে ব্লেন্ড করে উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করুন