সবার আগে খেয়াল রাখা দরকার যে নিয়মিত আপনি ত্বকের পরিচর্যা করবেন। একদিন করলেন, তারপর দু'দিন করলেন না, এর ফলে কোনও লাভ পাবেন না।
শীতকালে ত্বকে আর্দ্রভাব বজায় রাখার জন্য যেমন ময়শ্চারাইজিং করা প্রয়োজন, তেমনই এই সময় ত্বক পরিষ্কার রাখাও ভীষণ ভাবে জরুরি।
শীতে ত্বক ময়শ্চারাইজিং করার পাশাপাশি তা ভালভাবে পরিষ্কার রাখাও জরুরি। নিজের ত্বকের ধরন অনুসারে ত্বক পরিষ্কারের প্রোডাক্ট বেছে নেওয়া উচিত।
রোয়া পদ্ধতিতে স্কিন ক্লেনজার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল। এছাড়াও বেসনের মধ্যে সামান্য লেবুর রস, অরেঞ্জ এসেনসিয়াল অয়েল, গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন ক্লেনজার হিসেবে।
শরীরে যাতে জলের ঘাটতি না হয় সেদিকে যেমন আমাদের নজর থাকে তেমনই ত্বকের ক্ষেত্রেও এই বিষয়টি খেয়াল রাখা প্রয়োজন।
ত্বকের হাইড্রেশনের জন্য আপনি কোনও ফেস সিরাম ব্যবহার করতে পারেন। ফেস সিরাম ব্যবহার করলে অল্প সময়েই উপকার পাবেন।
ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার জন্য সবসময়েই ভরসা রাখতে পারেন ভিটামিন সি এবং হাইলুরনিক অ্যাসিড যুক্ত সিরামের উপর।
সিরাম মুখে ব্যবহার পর যদি আপনি ত্বক ময়শ্চারাইজড করেন তাহলে ত্বক আর্দ্র, উজ্জ্বল এবং মোলায়েম থাকবে।
রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে একটু হাল্কা জাতীয় কোনও ক্রিম ব্যবহার করলে ভাল।
ত্বক টানটান রাখতে এবং বলিরেখা অর্থাৎ রিঙ্কেলসের সমস্যা দূর করার জন্য প্রতিদিন নিয়ম করে ত্বকের পরিচর্যা করা প্রয়োজন।