কোনও কিছু খেলেই বদহজম হয়ে যায়? সেই সমস্যা থেকে সমাধান দিতে পারে এই ফুলটিই

অনেক রোগ থেকে দূরে থাকতে কাজ করে কুমড়া ফুল তার মধ্যে অন্যতম থেকে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান

কুমড়া ফুলে থাকে ভিটামিন এ ভিটামিন দৃষ্টিশক্তির উন্নতির জন্য উপকারী

নিয়মিত কুমড়া ফুল খেলে রাতকানা রোগের মতো সমস্যারও সমাধান মিলবে

কুমড়া ফুল খেলে তা হাড়েরও উপকার করে এই ফুলে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফরাস, যা হাড়কে মজবুত করে

কুমড়া ফুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে

কুমড়া ফুল খেলে তা শরীরে আয়রনের শোষণকে বাঁধা দেয়

সব ধরনের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হয়