শুধুমাত্র ওজন কমাতে নয় চুলের স্বাস্থ্য ভাল রাখতেও দারুণ ভাবে কাজে লাগে অ্যাপেল সিডার ভিনিগার।

অ্যাপেল সিডার ভিনিগার একটি ভিটামিন, মিনারেলস এবং অ্যাসেটিক অ্যাসিড সমৃদ্ধ তরল।

হেয়ার গ্রোথ অর্থাৎ চুলের বৃদ্ধিতে (লম্বা অংশে) সাহায্য করে অ্যাপেল সিডার ভিনিগার।

নতুন চুল গজাতেও সাহায্য করে এই উপকরণ। তাই চুলে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন।

অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপকরণ থাকার ফলে খুশকির সমস্যা দূর করে এই তরল।

শুধু চুল নয় মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করতেও কাজে লাগে এই অ্যাপেল সিডার ভিনিগার।

অ্যাপেল সিডার ভিনিগারে ভিটামিন এবং প্রাকৃতিক উৎসেচক রয়েছে। তার ফলে স্ক্যাল্পে ভালভাবে রক্ত সঞ্চালন হয়। হেয়ার ফলিকলগুলি পুষ্টি পায়।

চুল মোলায়েম রাখতে এবং চুলের ঔজ্জ্বল্য বাড়াতেও কাজে লাগে অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে থাকা বিভিন্ন ভিটামিন এবং মিনারেলস। চুলের কিউটিকলে একটি চকচকে আস্তরণ দিতে সাহায্য করে এইসব উপকরণ।

অ্যাপেল সিডার ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে।

অনেকেরই স্ক্যাল্প খুব তেলতেলে হয়। অ্যাপেল সিডার ভিনিগার স্ক্যাল্পে তেলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।