আজ জন্মদিন নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রীর রম্ভার, দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য রম্ভার আসল নাম বিজয়লক্ষ্মী, তামিল, তেলুগু,ভোজপুরি, হিন্দি, ইংরেজি, বাংলা, মালায়লম, কন্নড় ভাষায় একাধিক ছবিতে অভিনয় করেন নয়ের দশক এবং ২০০০ সালের দক্ষিণ ভারতের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন রম্ভা মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় কেরিয়ার শুরু করার জন্য পড়াশোনায় ইতি টানেন রম্ভা থম ছবি থেকেই পরিচালক প্রযোজকদের নজরে পড়ে যান এবং দ্রুত একাধিক ছবির কাজ পেতে থাকেন দিব্যা ভারতীর মৃত্যুর পর রম্ভার মধ্যেই অভিনেত্রীকে খুঁজে পেয়েছিলেন দর্শকেরা পরবর্তীকালে দিব্যা ভারতীর ছেড়ে যাওয়া বহু ছবিতে কাস্ট করা হয় রম্ভাকে বাংলাতেও বেশ কয়েকটি ছবি করেছেন রম্ভা, জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তীর সঙ্গে বিয়ের পর ছবিতে অভিনয় করা বন্ধ করে দেন রম্ভা, বিবাহিত হওয়ার কারণে কেরিয়ারে প্রভাব পড়তে পারে বলে মনে হয় তাঁর বর্তমানে স্বামী ও তিন সন্তান নিয়ে একেবারেই ঘোর সংসারী, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই সন্তান, স্বামী, সংসারের ছবি তাঁর