UPI ব্যাঙ্কিং নিয়মে বড় পরিবর্তন! অল্প টাকা পাঠাতে লাগবে না PIN!

করোনাকালের পর দেশে ধীরে ধীরে বেড়েছে অনলাইন লেনদেন একাধিক অ্যাপের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় দেশজুড়ে

আর্থিক লেনদেনকে আরও দ্রুত করার জন্য চালু হয় ইউপিআই লাইট এই সিস্টেমের ফলে আর্থিক লেনদেন আরও দ্রুত করা সম্ভব

কম টাকার লেনদেনের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর

এমনকি লেনদেনের জন্য লাগবে না কোনও ইউপিআই পিন

এই ইউপিআই লাইটের মাধ্যমে ২০০-৩০০ টাকাও পাঠানো যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তবেই ইউপিআই লাইট ব্যবহার করা যাবে

একবার ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেমে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে দিনে দু'বার ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা পর্যন্ত যুক্ত করা যাবে

QR Code স্ক্যান করে বা মোবাইল নম্বর লিঙ্ক করে টাকা পাঠানো যাবে অন্য ইউজারকে