আজ বাংলায় সোনা এবং রুপোর দর কত? একনজরে দেখে নিন।

এর সঙ্গে কোন সোনা কতটা ভাল, কোনটা কিনবেন, কেনার আগে কী দেখবেন - এইসব তথ্যও রইল।

বৃহস্পতিবার ৩ অগস্ট কলকাতায় ২৪ ক্যারেটের সোনার দাম (Indicative Hallmark Gold Jewellery ) (Fine Gold 995) রয়েছে প্রতি গ্রাম ৫৯০৯টাকা।

আজ ২২ ক্যারেটের সোনা কিনতে গেলে প্রতি ১ গ্রামের জন্য দাম পড়বে ৫৭০৮ টাকা।

অন্যদিকে আজ ২২ ক্যারেটের সোনা বিক্রি করতে প্রতি ১ গ্রামের জন্য দাম পাওয়া যাবে ৫৩৭৭ টাকা।

৩ অগস্ট বৃহস্পতিবার অর্থাৎ আজ ১৮ ক্যারেটের সোনার দাম প্রতি ১ গ্রামে ৪৭০৪ টাকা।

অন্যদিকে আজ প্রতি ১ কেজি রূপা (৯৯৯)-এর দাম ৭২,৩৫০ টাকা।

সোনা ও রূপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। ২৪ ক্যারাটের সোনা সবচেয়ে খাঁটি হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই।