নৈহাটির বড়মা-কে দেখতে এখন সারা বছর ভিড়



২০২৩ এ বড়মায়ের ১০০ বছর পালন করেছে নৈহাটি সহ গোটা বাংলার মানুষ।



বড়’মার প্রতি মানুষের বিশ্বাস ও আবেগকে সম্মান রাজ্য ছাড়িয়ে দেশে-বিদেশে ছড়িয়েছে



নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে এই পুজোর সূচনা



প্রতি বছরই 'মায়ের ইচ্ছেয়' বেড়েছে প্রতিমার উচ্চতা। বাড়ির পুজো হয়েছে সকলের।



শুরুতে এই কালীর নাম ছিল ভবেশ কালী । পরে মানুষের মুখে মুখে দেবী বড়মা নামে পরিচিতি পান।



এই পুজো সর্বজনীন হলেও কারও কাছ থেকে কখনও চাঁদা নেওয়া হয় না।



নৈহাটির মানুষের বিশ্বাস, অন্তর থেকে ডাকলে কখনও ফেরান না বড় মা।



সারা বছরই মায়ের কাছে মানত রাখেন ভক্তরা। চাকরি থেকে পরিবারের মানুষের সুস্থতা, নানা কামনা নিয়ে মায়ের কাছে আসেন ভক্তরা।



কালীপুজো ছাড়াও বড় মায়ের বিশেষ পুজো হয় সারা বছরে ১২ টি অমাবস্যাতেই। বৈশাখের অমাবস্যায় হয় অন্নকূটও।