কল্কি পুরাণ এবং অগ্নি পুরাণে কল্কি অবতারের উল্লেখ রয়েছে।



পুরাণ অনুযায়ী কল্কি হলেন ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার



পুরাণ অনুসারে কলিযুগের শেষে ভগবান বিষ্ণু যুগ পরিবর্তন করতে কল্কি অবতার রূপে জন্মগ্রহণ করবে



পুরাণে কথিত রয়েছে, সারা বিশ্ব সংসার যখন পাপ ও অত্যাচারে ভরে উঠবে। তখনই আসবেন কল্কি অবতার



এই অবতার পাপীদের বিনাশ করে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করে নতুন যুগ শুরু করবেন।



পুরাণ অনুসারে ভারতের মাটিতেই জন্ম নেবেন কল্কি অবতার। কিন্তু কোথায়?



পুঁথি অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমীতে জন্মগ্রহণ করবেন কল্কি



সম্ভল নামের এক গ্রামে এক ব্রাক্ষ্মণ পরিবারে জন্মগ্রহণ করবেন কল্কি। তাঁর পিতার নাম বিষ্ণুযশ এবং মায়ের নাম হবে সুমতি



পুরাণ অনুযায়ী, কল্কি অবতারের বাহন হবে সাদা ঘোড়া। তাতে চড়েই তিনি দুষ্টদের বধ করবেন



এটি নাকি কলিযুগের প্রথম পর্ব। কলিযুগ শেষ হতে এখনও সওয়া চার লক্ষ বছর বাকি।



Thanks for Reading. UP NEXT

উৎসাহ পেতে আজও প্রাসঙ্গিক কবীরের দোঁহা

View next story