চালের গুড়ো ও নারকেল দিয়ে তৈরি মোদক খুব ভালোবাসেন গণপতি। (ছবি সৌজন্য-পিটিআই)



দুর্বা ঘাসকে খুব কাছের বলে মনে করা হয় গণেশের। পুজোর সময় ২১টি দেওয়া হয়। (ছবি সৌজন্য-পিটিআই)



লাল রঙের ফুল পছন্দ করেন বিঘ্নহর্তা। লাল জবা তাঁর খুব প্রিয়। (ছবি সৌজন্য-পিটিআই)



পছন্দের জিনিস শঙ্খকে নিজের চার হাতের একটিতে জায়গা দিয়েছেন গণেশ। (ছবি সৌজন্য-পিটিআই)



ফলের মধ্যে কলা ও আখ খুব প্রিয় ভোজনপ্রিয় গণপতির। উৎসর্গ করলে তুষ্ট হন। (ছবি সৌজন্য-পিটিআই)



দেবতাদের মধ্যে সর্বপ্রথম পূজিত হওয়া গণেশকে গাঁদা ফুল অর্পণ করলে খুশি হন। (ছবি সৌজন্য-পিটিআই)



মোদক ছাড়াও মিষ্টির মধ্যে মোতিচুরের লাড্ডু পছন্ন করেন সিদ্ধিদাতা। (ছবি সৌজন্য-পিটিআই)



ভগবান গণেশ সিঁদুর পছন্দ করেন। তাই পুজোর সময় নিবেদন করা হয়। (ছবি সৌজন্য-পিটিআই)



মহাদেবের মতো বেল পাতাতে সন্তুষ্ট হন গণপতিও। (ছবি সৌজন্য-পিটিআই)



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Thanks for Reading. UP NEXT

ভারতের ঠিক কোথায় জন্মাবেন কল্কি? কার পরিবারে?

View next story