দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য বিভিন্ন প্রতিকারের পরামর্শ দেওয়া হয়



দেবী লক্ষ্মীকে ধন-সম্পদের দেবতা হিসেবে পূজা করা হয়।



সারা রাত ময়লার পাত্র ঘরে রাখলে দেবী লক্ষ্মী অপ্রসন্ন হন।



যেসব ঘরে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো হয় না, সেই সংসারে শ্রীবৃদ্ধি হয় না।



খাবার নষ্ট করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন বলেই মনে করা হয়।



খাবার নষ্ট করা দেবী অন্নপূর্ণা ও দেবী লক্ষ্মী উভয়ের প্রতি অসম্মান বলে মনে করা হয়।



দেবী লক্ষ্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। বাড়ি ঘর অগোছাল রাখা সংসারে শ্রীবৃদ্ধি আটকায়।



অনেকের মতে, যাঁরা সন্ধে বেলা বিছানায় শুয়ে থাকেন. তাঁদের প্রতি অসন্তুষ্ট হন দেবী লক্ষ্মী।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না।