সরস্ ও বতী ,এই দুই সংস্কৃত শব্দের সন্ধিতে সরস্বতী।



সরস্বতী বিদ্যার দেবী। তাঁর আরাধনার আগে নাকি কুল খেতে নেই।



এমন বিশ্বাস অনেকের। অনেকেই বলে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া মানা।



অনেকেই আবার এই বিশ্বাসকে বিধি পর্যায়ে মান্যতা দেন না। তবে এই সংক্রান্ত একটি গল্প আছে।



সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন।



শর্ত অনুসারে, ব্যাসদেব একটি কুল সামনে রেখে তপস্যা শুরু করেন। যখন তা শেষ হয়...



যখন সেই বীজ থেকে জন্মানো গাছের কুল হয়, তখন তাঁর তপস্যা ভাঙে।



তিনি বাগদেবীর আশীর্বাদও পান। সেই দিনটাই ছিল বসন্ত পঞ্চমী।



এই গল্পের সঙ্গেও জুড়ে আছে সরস্বতী পুজো ও কুল খাওয়া ।